বিশুদ্ধ ইসলামিক সমাধান

Fatwaguide.com

জ্ঞান ও ঈমানের মিলনস্থল

টিকটিকি মারা

টিকটিকি মারা কি সওয়াবের কাজ? হাদিস দ্বারা প্রমাণিত ইসলামী দৃষ্টিভঙ্গি

টিকটিকি মারা কি সওয়াবের কাজ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিম্নে করা হলো

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

অনেক মানুষের মুখ থেকে শুনে থাকি টিকটিকি  মারা কি নাকি সওয়াবের কাজ এই ব্যপারে ইসলাম কি বলে ।

উত্তর 

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

 حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

  হ্যাঁ আপনি সত্যি শুনেছেন, ইসলামে টিকটিকি মারা এটা সবের কাজ, তবে  যে সমস্ত হাদিসগুলোতে  টিকটিকি মারা সম্পর্কে এসেছে, ঐ হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি নাবি কারিম (সাঃ) টিকটিকি মারার আদেশ করেছেন, তবে এই আদেশ দ্বারা তিনি বুঝিয়েছেন টিকটিকির অনিষ্টতা থেকে বাঁচার জন্য,

এই সম্পর্কে  নিম্নে কিছু হাদিস বর্ণনা করা হলো

عَنْ سَائِبَةَ مَوْلَاةِ الْفَاكِهِ بْنِ الْمُغِيرَةِ، أَنَّهَا دَخَلَتْ عَلَى عَائِشَةَ فَرَأَتْ فِي بَيْتِهَا رُمْحًا مَوْضُوعًا، فَقَالَتْ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ مَا تَصْنَعِينَ بِهَذَا؟ قَالَتْ: نَقْتُلُ بِهِ هَذِهِ الْأَوْزَاغَ، فَإِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَنَا: «أَنَّ إِبْرَاهِيمَ لَمَّا أُلْقِيَ فِي النَّارِ، لَمْ تَكُنْ فِي الْأَرْضِ دَابَّةٌ، إِلَّا أَطْفَأَتِ النَّارَ، غَيْرَ الْوَزَغِ، فَإِنَّهَا كَانَتْ تَنْفُخُ عَلَيْهِ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِهِ»

ফাকিহা ইবনুল মুহীরার মুক্তদাসী সাইবা থেকে বর্ণিত তিনি আয়েশা (রাঃ)-র নিকট প্রবেশ করে তার ঘরে একটি বর্শা রক্ষিত দেখতে পান। তিনি জিজ্ঞেস করেন, হে উম্মুল মুমিনীন! আপনারা এটা দিয়ে কী করেন? তিনি বলেন, আমরা এই বর্শা দিয়ে এসব গিরগিটি হত্যা করি। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবহিত করেছেন যে, ইবরাহীম (আ)-কে যখন অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হলো তখন পৃথিবীর বুকে এমন কোন প্রাণী ছিলো না, যা আগুন নিভাতে চেষ্টা করেনি, গিরগিটি ব্যতীত। সে বরং আগুনে ফুঁ দিয়েছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হত্যা করার নির্দেশ দেন। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২৩১,মুসনাদে আহমাদ, হাদীস নং-২৪৫৩৪]

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ وَزَغَةً فِي أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، لِدُونِ الْأُولَى، وَإِنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، لِدُونِ الثَّانِيَةِ»

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রথম আঘাতে যে ব্যক্তি কাকলাস [টিকটিকি] মেরে ফেলবে, তার জন্য রয়েছে এত এত পরিমাণ সাওয়াব। আর যে ব্যক্তি দুই আঘাতে তাকে মেরে ফেলবে, তার জন্য এত এত পরিমান সাওয়াব, প্রথমবারের চাইতে কম। আর যদি তৃতীয় আঘাতে মেরে ফেলে, তা হলে তার জন্য এত এত পরিমাণ সাওয়াব তবে দ্বিতীয়বারের চাইতে কম। [সহীহ মুসলিম, হাদীস নং- ইফাবা-৫৬৫১]

উপসংহার

 এই হাদিসগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পারি, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার আদেশ করেছেন টিকটিকির অনিষ্ঠতা থেকে বাচার জন্য, এখন এই  দিকে লক্ষ্য করে অনেক ভায়েরা মনে করেন  যে হয়তোবা টিকটিকি  খুঁজে খুঁজে আমাদেরকে মারতে, বিষয় টা এমন নয়  তবে  যদি আপনার সামনে টিকটিকি পরে  তাহলে এই ক্ষেত্রে আপনি টিকটিকি মারবেন. এটা আশা করা যায় ইনশাল্লাহ সওয়াবের কাজ হবে।

………………………………………………………….

কুরবানীর গুরুত্বপূর্ণ মাসআলা জানতে এখানে ক্লিক করুন
আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ইসলামিক যেকোনো প্রশ্ন করতে এখানে ক্লিক করুন


والله أعلم بالصواب

Table of Contents

FatwaGuide যোগাযোগ

হাঃ মাওঃ মোঃ আবু রায়হান

Digital Marketer, WordPress, E-commence and Shopify expert

If you need any type wordpress website just contact me

Recent Post

Islamic History 1st Paper
fatwaguide
Islamic History 3rd Paper
fatwaguide
Fazil 3rd Year Islamic Studies 3rd Paper
fatwaguide
Fazil 3rd Year Islamic Studies 2nd Paper
fatwaguide
Fazil 3rd Year Islamic Studies 1st Paper
fatwaguide
Islamic History 2nd Paper
fatwaguide

ব্লগ ক্যাটাগরি

বিষয়ভিত্তিক পিডিএফ কিতাব

প্রশ্ন করুন

যে কোন ইসলামিক বিষয়ে সমাধান পেতে প্রশ্ন করুন fatwaguide এই ওয়েব সাইটে,

আপনার যে কোন ইসলামিক প্রশ্ন করার জন্য ক্লিক করুন 👇👇👇