❓ প্রশ্ন:
একজনের স্বামী বিদেশে থাকে আর সেখান থেকে স্ত্রী কে তালাক দিয়েছে তাহলে এই ক্ষেত্রে তাকে কতদিন উদ্দত পালন করতে হবে?
উত্তর:
وَعَلَيْكُمُ السَّلَامْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد:
ইসলামী শরীয়ত অনুযায়ী, তালাকপ্রাপ্ত স্ত্রীকে অবশ্যই ইদ্দত পালন করতে হবে—স্বামী বিদেশে থাকুক কিংবা দেশে। তবে বিভিন্ন অবস্থার জন্য ইদ্দতের সময়কাল ভিন্ন হয়:
তালাক ও ইদ্দতের বিভিন্ন অবস্থা:
✅ সাধারণ নারী (যার ঋতুস্রাব হয়):
➤ ইদ্দতের মেয়াদ: তিনটি ঋতুস্রাব (হায়েয) পর্যন্ত।
আল-কুরআন:وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ
“তালাকপ্রাপ্ত নারীরা নিজেদেরকে তিন হায়েয পর্যন্ত অপেক্ষায় রাখবে।”
(সূরা আল-বাকারা: ২২৮)গর্ভবতী নারী:
➤ ইদ্দতের মেয়াদ: সন্তান প্রসব পর্যন্ত।
আল-কুরআন:وَإِن كُنَّ أُوْلَاتِ حَمْلٍ فَأَنفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ
“যদি তারা গর্ভবতী হয়, তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের ভরণপোষণ চালিয়ে যাও।”
(সূরা তলাক: ৬)যাদের ঋতুস্রাব হয় না (কিশোরী বা বয়স্কা):
➤ ইদ্দতের মেয়াদ: তিন মাস।
সূরা তলাক:وَاللَّائِي لَمْ يَحِضْنَ… فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ
বিবাহের পর সহবাস না হওয়া:
➤ ইদ্দত নেই।
আল-কুরআন:“তোমরা তাদের স্পর্শ করনি, তবে তাদের জন্য তোমাদের উপর কোনো ইদ্দতের বাধ্যবাধকতা নেই।”
(সূরা আহযাব: ৪৯)
⚠️ সতর্কতা:
ইদ্দত শেষ হওয়ার পূর্বে অন্য কোনো পুরুষকে বিবাহ করা হারাম। এটি কুরআন ও হাদীসের সুস্পষ্ট নির্দেশ।
অতিরিক্ত পড়ুন:
আমাদের সাথে থাকুন:
আপনার ইসলামিক প্রশ্ন পাঠান এখানে ক্লিক করুন
আমাদের সম্পর্কে জানুন এখানে ক্লিক করুন
والله أعلم بالصواب