পেশাব পায়খানার সময় সালাম দেওয়া ও তার জবাব দেওয়ার বিধান
❓ প্রশ্ন:
আমরা জানি টয়লেট করার সময় সালাম দেওয়া এবং তার জবাব দেওয়া জায়েজ নয়। কিন্তু একটি বইয়ে দেখেছি, সেখানে লেখা ছিল যে ইস্তেঞ্জা করার সময় সালাম দেওয়া যাবে। ইসলাম এ বিষয়ে কী বলে?
উত্তর:
وَعَلَيْكُمُ السَّلَامْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد:
ইসলামী শরীয়তে টয়লেট বা পায়খানায় থাকা অবস্থায় সালাম দেওয়া কিংবা তার উত্তর দেওয়া বৈধ নয়। কারণ, এ সময় ব্যক্তির অবস্থা এমন থাকে যে, সেখানে আল্লাহর নাম উচ্চারণ, কুরআন তিলাওয়াত বা সালামের মত গুরুত্বপূর্ণ ইবাদতসমূহ থেকে বিরত থাকা জরুরি।
তবে কেউ যদি অজ্ঞতাবশত বা ভুলে ইস্তেঞ্জার সময় সালাম দিয়ে ফেলে, আর সালামপ্রাপ্ত ব্যক্তি ইস্তেঞ্জার কাজ শেষে দেখে যে সালামদাতা এখনো সেখানে অবস্থান করছে, তাহলে সে তখন সালামের উত্তর দিতে পারবে।
দলিলসমূহ:
১️⃣ সহীহ হাদীস:
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، مَرَّ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ “ إِذَا رَأَيْتَنِي عَلَى مِثْلِ هَذِهِ الْحَالَةِ فَلاَ تُسَلِّمْ عَلَىَّ فَإِنَّكَ إِنْ فَعَلْتَ ذَلِكَ لَمْ أَرُدَّ عَلَيْكَ .
“জাবের ইবনে আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত: এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন পেশাব করছিলেন। সেই ব্যক্তি সালাম করলো। তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন: ‘যখন আমাকে এ অবস্থায় দেখবে তখন সালাম করো না। কারণ আমি এর উত্তর দিতে পারব না।’”
(সুনানে ইবনে মাজাহ, হাদীস: ৩৫২, হাদীসের মান: সহীহ)
২️⃣ ইস্তেঞ্জার সময় আল্লাহর যিকির বা সালাম না করার দলিল:
عَنْ أَبِي وَائِلٍ قَالَ كَانَ يُقَالُ لَا يَقْرَأُ الْجُنُبُ وَلَا الْحَائِضُ وَلَا يُقْرَأُ فِي الْحَمَّامِ وَحَالَانِ لَا يَذْكُرُ الْعَبْدُ فِيهِمَا اللَّهَ عِنْدَ الْخَلَاءِ وَعِنْدَ الْجِمَاعِ إِلَّا أَنَّ الرَّجُلَ إِذَا أَتَى أَهْلَهُ بَدَأَ فَسَمَّى اللَّهَ
“আবু ওয়াইল (রহ.) বলেন, জুনুব ব্যক্তি ও হায়েযগ্রস্ত মহিলা কুরআন পাঠ করবে না এবং গোসলখানায় কুরআন তিলাওয়াত বা আল্লাহর যিকির করবে না। এমন দুটি অবস্থা আছে যেখানে আল্লাহর যিকির করা নিষেধ: পায়খানায় থাকা এবং স্ত্রী সহবাসের সময়।”
(সুনানে দারেমী, হাদীস: ১০৩২, হাদীসের মান: সহীহ)
✅ সংক্ষেপে সারাংশ:
সালাম দেওয়া: পেশাব বা পায়খানার সময় কাউকে সালাম দেওয়া জায়েজ নয়।
সালামের জবাব: সালামের জবাবও তখন দেওয়া যাবে না।
ভুলবশত সালাম: কেউ যদি ভুলবশত সালাম দেয়, তাহলে ইস্তেঞ্জার পর জবাব দেওয়া যাবে যদি সালামদাতা তখনও সেখানে থাকে।
অতিরিক্ত পড়ুন:
আমাদের সাথে থাকুন:
আপনার ইসলামিক প্রশ্ন পাঠান এখানে ক্লিক করুন
আমাদের সম্পর্কে জানুন এখানে ক্লিক করুন
والله أعلم بالصواب