বিশুদ্ধ ইসলামিক সমাধান

Fatwaguide.com

জ্ঞান ও ঈমানের মিলনস্থল

নামাজের একান্নটি সুন্নাত

নামাজের একান্নটি সুন্নাত | সুন্নাত মোতাবেক নামাজ আদায়ের বিস্তারিত

নামাজের একান্নটি সুন্নাত | দলীলসমৃদ্ধ ইসলামিক গাইড

নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ ও মুমিনের জন্য এক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। রাসূলুল্লাহ ﷺ নামাজকে যেভাবে আদায় করতেন, সে অনুযায়ী নামাজ আদায় করাই সুন্নাত নামাজের মূল শিক্ষা। এখানে আমরা নামাজের ৫১টি সুন্নাত ধাপে ধাপে উল্লেখ করেছি।


দাঁড়ানো অবস্থার ১১টি সুন্নাত

১. সোজা দাঁড়ানো (মাথা না নিচু করা).
২. পায়ের আঙ্গুল কিবলামুখী রাখা.
৩. তাকবীরে তাহরিমায় ইমামের সঙ্গে সাথে হওয়া.
৪. (পুরুষদের জন্য) হাত কান পর্যন্ত উঠানো.
৫. হাতের তালু কিবলার দিকে রাখা.
৬. আঙুল স্বাভাবিকভাবে রাখা.
৭. ডান হাতে বাম হাত ধরা.
৮. আঙ্গুল দিয়ে কবজি বেষ্টন করা.
৯. তিন আঙুল বাহুর উপর রাখা.
১০. নাভীর নিচে হাত বাঁধা.
১১. ছানা (সানা) পড়া.


ক্বিরাতের ৭টি সুন্নাত

১. “আউযুবিল্লাহি…” পড়া
২. “বিসমিল্লাহির রাহমানির রাহিম” পড়া
৩. সূরা ফাতিহার শেষে আমীন বলা
৪. উপযুক্ত সূরা বাছাই (ফজর/যোহর/আছর/মাগরিব/ইশা অনুযায়ী)
৫. ৩য় ও ৪র্থ রাকাতে শুধু সূরা ফাতিহা
৬. মধ্যম গতি বজায় রেখে তিলাওয়াত করা
৭. ফজরের প্রথম রাকাত দীর্ঘ করা


রুকুর ৮টি সুন্নাত

১. রুকুতে যাওয়ার সময় ‘আল্লাহু আকবার’.
২. উভয় হাতে হাঁটু শক্তভাবে ধরা (পুরুষদের জন্য).
৩. আঙুল ছড়িয়ে ধরা.
৪. পিঠ সোজা রাখা.
৫. পায়ের নালাগুলো সোজা রাখা.
৬. মাথা-পিঠ সমান রাখা.
৭. অন্তত তিনবার “সুবহানা রাব্বিয়াল আজিম”.
৮. রুকু থেকে উঠার সময় যথাযথ বাক্য পাঠ.


সিজদার ১২টি সুন্নাত

১. সিজদায় যাওয়ার সময় ‘আল্লাহু আকবার’
২. প্রথমে হাঁটু, তারপর হাত, নাক, কপাল রাখা
৩. হাতের মাঝখানে সিজদা করা
৪. পেট, বাহু, কনুই আলাদা রাখা
৫. কনুই মাটি থেকে তুলে রাখা
৬. তিনবার “সুবহানা রাব্বিয়াল আ’লা” বলা
৭. সিজদা থেকে উঠার ক্রমানুসারে অঙ্গ সোজানো
৮. দুই সিজদার মাঝে ধীরস্থির বসা


আত্তাহিয়্যাতু’র বৈঠকের ১৩টি সুন্নাত

১. ডান পা খাড়া, বাম পা বিছানো এবং কিবলামুখী,
২. হাত রানের উপর রাখা,
৩. শাহাদাত আঙুল দ্বারা ঈমানের সাক্ষ্য দেওয়া,
৪. দুরূদ শরীফ পাঠ,
৫. মাসনূন দোয়া পাঠ,
৬. দুই দিকে সালাম দেওয়া,
৭. ডান দিক থেকে সালাম শুরু,
৮. সালামের সময় নিয়ত রাখা,
৯. মুকতাদীর নিয়তের সঠিকতা,
১০. ইমামের সাথে সাথে সালাম,
১১. দ্বিতীয় সালামের শব্দ কিছুটা নিচু,
১২. মাসবুক ইমাম সালাম ফেরানো শেষ না হওয়া পর্যন্ত দাঁড়াবে না


⚠️ বিশেষ ফায়দা:

  • রুকুতে আঙ্গুলগুলো ছড়ানো থাকবে,

  • সিজদাতে মিলিত থাকবে,

  • অন্য অবস্থায় স্বাভাবিক থাকবে।

সবাই নামাজের একান্নটি সুন্নাত মানার চেষ্টা করবেন আল্লাহ তায়ালা সবাইকে মানার তাওফিক দান করেন

আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ইসলামিক যেকোনো প্রশ্ন করতে এখানে ক্লিক করুন


والله أعلم بالصواب

Table of Contents

FatwaGuide যোগাযোগ

হাঃ মাওঃ মোঃ আবু রায়হান

Digital Marketer, WordPress, E-commence and Shopify expert

If you need any type wordpress website just contact me

Recent Post

Islamic History 1st Paper
fatwaguide
Islamic History 3rd Paper
fatwaguide
Fazil 3rd Year Islamic Studies 3rd Paper
fatwaguide
Fazil 3rd Year Islamic Studies 2nd Paper
fatwaguide
Fazil 3rd Year Islamic Studies 1st Paper
fatwaguide
Islamic History 2nd Paper
fatwaguide

ব্লগ ক্যাটাগরি

বিষয়ভিত্তিক পিডিএফ কিতাব

প্রশ্ন করুন

যে কোন ইসলামিক বিষয়ে সমাধান পেতে প্রশ্ন করুন fatwaguide এই ওয়েব সাইটে,

আপনার যে কোন ইসলামিক প্রশ্ন করার জন্য ক্লিক করুন 👇👇👇